মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
স্বাস্থ্য

পরিবেশ অধিদপ্তরের সাথে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভা

লাইভ নারায়ণগঞ্জ: জেলা পরিবেশ অধিদপ্তরের সাথে জেলার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন। সভায় বক্তব্য রাখেন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি, নারায়ণগঞ্জের সভাপতি ডা: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ডা: ফারুকুল ইসলাম প্রমুখ।

সভায় সকল প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন গ্রহণসহ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার উপর আলোচনা করা হয়।

RSS
Follow by Email