বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
Led02সদর

পরিবেশ অধিদপ্তরের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানে প্রায় ৮০৪ কেজি পলিথিন জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে পরিচালিত এক অভিযানে পাঁচটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে এবং মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং খন্দকার শমিত রাজা-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

দিগুবাবুর বাজারে পরিচালিত এই অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

জরিমানা ও জব্দকৃত পলিথিনের পরিমাণ, কিশোরগঞ্জ স্টোর: ১০ হাজার টাকা জরিমানা, ৩৫০ কেজি পলিথিন জব্দ। জুনায়েদ হার্ডওয়্যার স্টোর: ৫ হাজার টাকা জরিমানা, ১০০ কেজি পলিথিন জব্দ। সিদ্দিক স্টোর: ১০হাজার টাকা জরিমানা, ১৩০ কেজি পলিথিন জব্দ। বিসমিল্লাহ স্টোর: ৫ হাজার টাকা জরিমানা, ৮৭ কেজি পলিথিন জব্দ। মেসার্স এল বি ট্রেডার্স: ৮ হাজার টাকা জরিমানা, ১৩৭ কেজি পলিথিন জব্দ। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাশেদ জানিয়েছেন, পলিথিন বিরোধী এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

RSS
Follow by Email