বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led04সদর

পরিবেশ অধিদপ্তরের অভিযান, দশ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: বায়ু দূষণ বন্ধে বক্তাবলিতে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় ১০টি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ উপস্থিত ছিলেন এবং সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত—২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ১০ টি ইটভাটা থেকে ১৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া, অভিযানে এক্সকাভেটর এর সাহায্যে মেসার্স নজরুল ব্রিকস এর কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নিউ ন্যাশনাল ব্রিকস নামের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা, নিউ ন্যাশনাল ব্রিকস ২কে ১ লাখ টাকা, মেসার্স তাজ ব্রিকস ম্যানুফেকচারিং কে ১ লাখ টাকা, মেসার্স নজরুল ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স খাদিজা ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স নিজাম ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স বিছমিল্লাহ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স সান ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স এ এস বি ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স বোখারী ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

RSS
Follow by Email