পরিবেশের ছাড়পত্র নেই, বন্ধ হলো ‘এ্যারাবিয়ান এন্টারপ্রাইজ’ কারখানার বিদ্যুৎ
লাইভ নারায়ণগঞ্জ: পরিবেশগত ছাড়পত্র না থাকায় রূপগঞ্জ উপজেলায় একটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে রূপগঞ্জের হোড়গাঁও, গোলাকান্দাইল এলাকার এ্যারাবিয়ান এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানিয়েছেন, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে এবং আইন মেনে শিল্প কার্যক্রম পরিচালনায় বাধ্য করতে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল কারখানা বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র নেই অথবা যারা পরিবেশ দূষণ করে আসছে, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।