পরিবর্তিত সীমানাই বহাল থাকছে নারায়ণগঞ্জ-৪ আসনে
লাইভ নারায়ণগঞ্জ: প্রার্থীদের আবেদন ও শুনানি শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের নতুন সীমানাই চূড়ান্তভাবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আসনটির নতুন সীমানা অনুযায়ী, এটি ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন নিয়ে গঠিত।
গত ৩০ জুলাই নারায়ণগঞ্জের ৩, ৪, ও ৫ আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল ইসি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে আসা আপত্তি ও সুপারিশ পর্যালোচনা এবং শুনানির পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকল তথ্য ও যুক্তি বিবেচনায় নিয়ে আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।