সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
Led01Led02জেলাজুড়ে

পরিবর্তনের সাথে আমাদের দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: ‘৫ আগষ্টের পর থেকে আনসার রাষ্ট্র গঠনে আমাদের যেভাবে সহায়তা করে যাচ্ছে তা প্রশংসনীয়। আমরা পুরো বিশ্বের সাথে কানেক্টেড। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সাথে আমাদের দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে। আজ প্রযুক্তির রাজত্ব চলছে। আমাদের প্রযুক্তিকে করায়ত্ত করতে হবে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জে আনসার সমাবেশ ২০২৫ এ অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দেশের একমাত্র সম্পদ আমাদের জনগণ। এই জনগণকে সম্পদে রূপান্তর করতে ব্যাবস্থা নেয়া হচ্ছে এজন্য আমি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা ইউনিফর্ম পড়েছি। আগে আনসার সম্পর্কে আমাদের যে ধারণা ছিল তা অনেক চেঞ্জ হয়েছে। আগে শুধু তাদের ব্যালট বাক্স আনা নেয়া করতে ব্যাবহার করা হত। আজ রাষ্ট্রের সচিবালয় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত আনসারের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। আমরা পোষাক যখন পড়েছি তখন মনে রাখতে হবে আমি রাষ্ট্রের একটি অংশ। রাষ্ট্রের জন্য নিবেদিত হয়ে আমাদের কাজ করতে হবে। সকলে মিলে আমরা একটি উন্নত ও দক্ষ বাংলাদেশ গড়বো।

RSS
Follow by Email