শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04আড়াইহাজার

পরিত্যক্ত পুকুর থেকে আড়াইহাজার থানার ৮টি পিস্তলসহ গুলি উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিনসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব আড়াইহাজার থানার ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯টি রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

RSS
Follow by Email