বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led01Led04রূপগঞ্জ

পরিত্যক্ত ঘরে যুবকের লাশ, ছিলেন ‘ঘর জামাই’

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পরিত্যক্ত একটি ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বরপা এলাকায় প্রিমিয়ার রড মিলের পিছনে বালুর মাঠের মাঝখানে ওই পরিত্যক্ত ঘর থেকে লাশটি পাওয়া যায়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

নিহতের নাম আল আমিন (২৩)। এর আগে সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেলে রূপগঞ্জ থানায় অবগত করেন।

জানা যায়, নিহত আল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি বরপার পশ্চিমপাড়া এলাকায় তার শ্বশুর নান্নুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে ইলেকট্রিক্যাল বিভাগে চাকরি করতেন।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্দের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

RSS
Follow by Email