রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03সদর

পরিছন্ন কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবন ঘেরাও

লাইভ নারায়ণগঞ্জ: বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন ঘেরাও করেছে পরিচ্ছন্ন কর্মীরা। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পরিচ্ছন্ন কর্মীরা নগরভবনের প্রাঙ্গনে অবস্থান নেয় এবং তাদের দাবি জানায়।

পরিছন্ন কর্মীরা বলেন, এই বাজারে আমাদের বেতন মাত্র ৮ হাজার টাকা। তার মধ্যে গ্যাস ও পানির বিলের জন্য বেতন থেকে কাটা হয়। মাস শেষে আমরা হাতে পাই পাচঁ থেকে সাড়ে পাচঁ হাজার টাকা। এই টাকা দিয়ে কি বাজার করবো নাকি ছেলে-মেয়ের লেখাপড়া করাবো? তাই আমাদের দাবি আমাদের বেতন বাড়াতে হবে। আমাদের বেতন সর্বনিম্ন ১৫ হাজার টাকা করতে হবে যাতে ছেলে মেয়ে নিয়ে চলতে পারি। এই বেতন বাড়ানোর দাবিতে আজ আমরা সবাই এখানে এসেছি।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমেদ বলেন, আমরা তথ্য পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। যতটুকু যানি বেতন বাড়ানোর দাবি নিয়ে তারা নগরভবনে একত্রিত হয়েছে। আমার পুলিশ সেখানে আছে।

RSS
Follow by Email