বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েসদর

পথ শিশুদের নিয়ে ‘স্মাইল’র বিজয় দিবস উদযাপন

লাইভ নারায়ণগঞ্জ: অসহায় পথ শিশুদের নিয়ে বিজয় দিবস উৎযাপন করেছে নারায়ণগঞ্জ স্মাইল সংগঠন। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্মে নানা কর্মকান্ডের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

স্বপ্ন ছোঁয়া পথশিশু পাঠশালার শিক্ষক ও সাংবাদিক ইউসুফ আলী প্রধানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মাইল ন্যাশনাল বোর্ডের সহ সভাপতি মনিরুল ইসলাম মুন্না।

পথ শিশুদের নিয়ে ছড়া, কবিতা গল্প ও গানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মাইল ন্যাশনাল বোর্ডের সাধারণ সম্পাদক জিহাদ হাসান, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাহাথির মাহি, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, নারী ও শিশু বিষয়ক সম্পাদীকা রূপা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাফসান আহমেদ প্রমূখ।


স্মাইল ন্যাশনাল বোর্ডের সহ সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি মনিরুল ইসলাম মুন্না বলেন মৌলিক অধিকার নিশ্চিত করাই হোক বিজয় দিবসের অঙ্গীকার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম ভলান্টিয়ার পান্না আক্তার, আফসানা আক্তার, মো: সোহাগ,আলিফ নূর মোহাম্মদ আসাদ হামজা সহ নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email