পতিত স্বৈরাচারদের পুনরুত্থান মানবো না: রফিউর রাব্বি
লাইভ নারায়ণগঞ্জ: ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনা দেশে দুর্বৃত্ত, মাফিয়া, গডফাদারদের রাজত্ব কায়েম করেছিল। তার নির্দেশে সাড়ে এগার বছর ত্বকী হত্যার বিচারটি বন্ধ করে রাখা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে যেমনি প্রশ্ন রয়েছে, পাশাপাশি রয়েছে ঘাতক ওসমান পরিবারের পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন। আজকে পরিবর্তীত বাংলাদেশে পতিত স্বৈরাচারদের পুনরুত্থান মানবো না। নারায়ণগঞ্জে বিগত পনের বছর ওসমান পরিবারের লুটপাটের সহযোগীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে, কেউই গ্রেপ্তার হয় নি। বিভিন্ন সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানে তারা বহাল তবিয়তে রয়েছে। আজকে আমরা ত্বকী হত্যার এক যুগের কাছে দাঁড়িয়ে ত্বকী, সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিচার চাই।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজিত এই কর্মসূচিতে এ কথা বলেন রফিউর রাব্বি।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে বিচার—ব্যবস্থাকে যে ভাবে ধ্বংস করে রেখেছে তার উল্লেখযোগ্য কোন পরিবর্তন এখনো হয় নাই। দেশে সকল ধর্মের, সকল মত ও পথের স্বাধীনতার ক্ষেত্রে এখনো বাধা রয়েছে। দেশ অর্ধ—শতাধিক মাজার ও খানকা ভাঙ্গা হয়েছে, বিভিন্ন জায়গায় লালন অনুসারিদের মেলা বন্ধ করে দেয়া হয়েছে এ বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় নাই। দেড়—দুই হাজার ছাত্র—জনতার প্রাণদান, পাঁচ শতাধিক চিরতরে অন্ধ হয়ে যাওয়া, সতের হাজার আহত হওয়ার বাংলাদেশ বিচার হীনতার বাংলাদেশ হতে পারো না।
সভায় মাহবুবুর রহমান মাসুম বলেন, ওসমার পরিবার পালিয়ে যায় কী ভাবে? তার দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল থাকে কী ভাবে? তাদেও দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল থেকে ওসমান পরিবারকে সহায়তা করে যাচ্ছে। শামীম ওসমানের নির্দেশে ত্বকীকে হত্যা করা হয়েছে। আমরা অন্তর্বর্তী কালীন সরকারের কাছ ত্বকী সহ সকর হত্যার বিচার চাই।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুর সুজন, সিপিবি শহর সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু, বাসদ জেলা সংগঠক এসএম কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।