মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
Led05জেলাজুড়েবন্দরবিনোদন

পটু সিনেমা নিয়ে না.গঞ্জের সাব্বিরের ‘ছড়া’ ভাইরাল

লাইভ নারায়ণগঞ্জ: দেশের সদ্য মুক্তিপ্রাপ্ত জাজ মাল্টি মিডিয়ার ব্যানারে নির্মিত পটু মুভি নিয়ে ছড়া লিখে আলোচনায় উঠে এসেছেন নারায়ণগঞ্জের তুখোড় ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু।

সাব্বির আহমেদ সেন্টু শনিবার (১৮ মে) বেলা ১২টায় ‘‘দেখতে যামু পটু’’ শিরোনামে ১২ লাইনের একটি ছড়া তার ভেরিফাইড আইডি থেকে পোষ্ট করেন। পোষ্ট করার সাথে সাথেই সেটিতে রিয়েক্ট ‘‘ভালবাসার প্রিয় মানুষ’’ কমেন্টস করেন পটু ছবির অন্যতম অভিনেতা শোয়েব মনির। এর ১ ঘন্টা পর ওই একই পোষ্টে লাভ রিয়েক্ট দেন ছবিটির নায়ক ইভান সাইর ও আরেক অভিনেতা আরিফুল রনি।

পরবর্তীতে সাব্বির আহমেদ সেন্টু’র ছড়াটি ইভান সাইর তার ভেরিফাইড আইডিতে শেয়ার করেন। শেয়ার করার সময় ইভান সাইর তার আইডিতে লিখেন ‘‘পটু নিয়ে দর্শকের ছড়া ❤ধন্যবাদ জানাই। ভালোবাসা জানাই’’। বাংলাদেশের ইতিহাসে মুভি নিয়ে তাৎক্ষণিক ছড়া লিখে তা ভাইরাল হওয়ার এটাই প্রথম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে।

RSS
Follow by Email