মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
জেলাজুড়েবিনোদনসদরসোশ্যাল মিডিয়া

‘পটু’তে মন্ত্রমুগ্ধ উন্মেষ সংস্কৃতিক সংসদ

লাইভ নারায়ণগঞ্জ: এবার ‘পটু’ দেখে মন্ত্রমুগ্ধ হয়েছে উন্মেষ সংস্কৃতিক সংসদ। বুধবার (২২ মে) বিকেলে নগরীর গুলশান সিনেমা হলে আসেন এই সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, উন্মেষ সংস্কৃতিক সংসদের সহ-সভাপতি, অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সাংস্কৃতিক সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সূর্য রায় চৌধুরী ভিকু, সাধারণ সম্পাদক রাকিব জেমস, অরন্যা সংগীত একাডেমীর পরিচালক পল্লবী প্রত্যাশা, নারায়ণগঞ্জ হাওয়া ও গিটার পরিষদের কর্ণধার অংকন সাহারা রানা, নজরুল সংগীত শিল্পী এ আর পরাগ, শিশু সংগঠক আলমগীর হাসানসহ আরও অনেকে।

RSS
Follow by Email