শনিবার, জুলাই ১২, ২০২৫
Led03রাজনীতি

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে: মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দল ঘোষিত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ জনসংযোগ করেছেন।শনিবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি বন্দর উপজেলার কাইক্কারটেক, বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নের একাধিক গ্রামে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন এবং তাদের কাছে সৎ যোগ্য লোককে নির্বাচিত করার আহবান জানান।

গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকলের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”

এসময় তিনি ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে বলেন, “সাধারণ মানুষ আজ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।”
মাওলানা মঈনুদ্দিন আরও বলেন, “আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আপনাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা কাজ করব।” তিনি এলাকার মুরব্বী, যুবক ও শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদের সঙ্গে বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীর নেতৃত্বে, জামায়াত নেতা আবদুুল্লাহ মুহাম্মদ সুমন, মাহাবুব সহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। তারা ভোটারদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন এবং মাওলানা মঈনুদ্দিনের পক্ষে ভোট চান।

RSS
Follow by Email