ন্যায্য দাবি পূরণে বিকেএমইএ সবসময় প্রস্তুত: মোহাম্মদ হাতেম
লাইভ নারায়ণগঞ্জ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত বোর্ডের সদস্য ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ন্যায্য দাবি পূরণে বিকেএমইএ সবসময় প্রস্তুত। তবে, শ্রমিকদের নামে যদি কেউ অন্যায্য বা অযৌক্তিক দাবি উপস্থাপন করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষ নিরসন এবং নির্দিষ্ট সময়ে বেতন-বোনাস পরিশোধের লক্ষ্যে আয়োজিত এক যৌথ সভায়, তিনি এসব কথা বলেন। সভায় গার্মেন্টস মালিক, জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হাতেম ঈদের আগে শ্রমিকদের ছুটি নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে বলেন, সরকার ইতিমধ্যে ছুটি নিয়ে যে নির্দেশনা দিয়েছে, তা শিল্প-কলকারখানার শ্রমিকের জন্য প্রযোজ্য নয়। শ্রমিকদের ছুটি হবে শ্রম আইন মোতাবেক। আইন অনুযায়ী, প্রতি বছরের শুরুতেই সারা বছরের ছুটির তালিকা নোটিশ আকারে কারখানায় টানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এবং তারা সে অনুযায়ী তা টাঙিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, “এখানে নতুন করে কোনো নির্দেশনা নেই। তবে, শ্রমিক যদি তিন দিনের বেশি ছুটি চায়, সেক্ষেত্রে তাদের সমন্বয় ছুটি দেওয়া হবে। যেমন, শ্রমিকরা অতিরিক্ত ছুটি চাইলে পূর্বের শুক্রবারে তারা কাজ করলো, এরপর পাওনা ছুটিগুলো ঈদের সাথে মিলিয়ে নিল। এতে শ্রমিকদের কোনো দ্বিমত নেই।”
বিকেএমইএ’র সভাপতি তার বক্তব্যে নারায়ণগঞ্জের প্রিমিয়ার ব্যাংকের ২৯টি কারখানার চলমান সংকট তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কিছু সিদ্ধান্তের কারণে বিগত এক থেকে দেড় মাস ধরে এই ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে আছে, যার ফলে এই ২৯টি কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দিতে মালিকদের কষ্ট হচ্ছে।
মোহাম্মদ হাতেম বলেন, “আমরা এই বিষয়ে গভর্নরকে, শ্রম উপদেষ্টাকে এবং অর্থ উপদেষ্টাকে চিঠি দিয়েছি। গভর্নর কিছু দিকনির্দেশনা দিয়ে চলমান ফ্যাক্টরিগুলোকে চলমান রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো, বাংলাদেশ ব্যাংক থেকে এখনও কোনো স্পষ্ট দিকনির্দেশনা আমরা পাইনি।” তিনি আরও জানান, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট এবং বিআরপিডি’র ঠেলাঠেলির কারণে নির্দেশনা পৌঁছায়নি, যার কারণে একটি বড় সংকট তৈরি হয়ে আছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ঈদের আগে এই সংকট আরও বৃহৎ আকার ধারণ করবে।