নৌপথের নিরাপত্তায় চাই সমন্বিত উদ্যোগ: কমডোর শফিউল বারী
লাইভ নারায়ণগঞ্জ: “দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌ-যান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫। রবিবার (১৮ মে) সকালে শহরের আলী আহমেদ চুনকা পাঠাগার মিলনায়তনে নৌ নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নৌপথের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো: শফিউল বারী। তিনি তার দীর্ঘ ৩৪ বছরের নৌজীবনের অভিজ্ঞতা থেকে নৌপথের নিরাপত্তার জন্য মানুষ, নৌযান ও নৌপথের পরিবেশ – এই তিনটি বিষয়ের নিরাপদতাকে মুখ্য হিসেবে উল্লেখ করেন। তিনি নাবিকদের জ্ঞান, প্রশিক্ষণ এবং নিয়মানুবর্তিতার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন অধিদপ্তর এর চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মনজুরুল কবীর। এছাড়াও জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজির প্রতিনিধি নৌ পুলিশের অফিসার ইনচার্জ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল, বাংলাদেশের নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নাসির আহমেদ, বাংলাদেশী নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়াসহ নৌ সেক্টরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা নৌ নিরাপত্তা সপ্তাহের গুরুত্বকে আরও আনন্দময় করে তোলে।