মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
Led02ফতুল্লা

নৈশপ্রহরীদের বেঁধে ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি, র‍্যাবের জালে ৯ জন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ৬৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাদের কাছ থেকে লুন্ঠিত সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) র‍্যাব-১১-এর অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার এবং র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে রাত ১টার মধ্যে শ্রমিকদের ছদ্মবেশে ১৫ থেকে ২০ জনের এক মুখোশধারী ডাকাত দল ডিপিডিসি’র নির্মাণাধীন সাবস্টেশনে প্রবেশ করে। তারা সেখানে কর্তব্যরত নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ঠান্ডা মাথায় কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল এবং তামার তারসহ প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ একটি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

ডাকাতির এই ঘটনার পর ডিপিডিসির কর্মচারী মো. সেলিম মিয়া সোমবার ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকেই র‍্যাব-১১ এই ঘটনার তদন্তে নামে এবং দ্রুততার সাথে অভিযান পরিচালনা শুরু করে।

র‍্যাব-১১ এর একাধিক দল একের পর এক অভিযান চালিয়ে ২২ সেপ্টেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রধান ডাকাত সর্দার লিটনসহ মোট ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে লিটনের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ২টি অস্ত্র এবং ১টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া, আরেক ডাকাত রোমানের নামে ৪টি মাদক মামলা এবং সাগর মুন্সির নামে একটি মামলা আছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল, কয়েকটি চাকু ও চাপাতি এবং ১২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত বাকি আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।

RSS
Follow by Email