রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02রাজনীতি

নেতাকর্মীসহ প্রতিটা মানুষ অর্ন্তবর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে হবে: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ ‘এখনো দেশের এই অবস্থা কেনো। যে পুলিশ বাহিনী আপনার আমার টাকায় চলে, তাদের পরিবার চলে, যারা জীবন দিয়ে আমাদের সেবা করবে। তাদেরকে ব্যবহার করেছে স্বৈরাচারী সরকার, আর গুলি চালিয়েছে আমাদের বুকের উপর। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে সেই পুলিশ তাদের নীতি নৈতিকতা হারিয়ে যাওয়ার কারণে, জনগণের সাথে যুদ্ধে পরাজয় হওয়ার কারণে, তাদের মানষিক মনবল সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তাঁরা থানা থেকে পালিয়ে গেছে, রাজধানী থেকে পালিয়ে গেছে। এখনো বহুপুলিশ পলাতক, তাই তারা ঠিকভাবে কাজ করছে না। এখন আমাদের সর্ব প্রথম কাজ হলো, যে স্বৈরাচার পালিয়েছে তাদের দোষররা রয়ে গেছে, তারা অবৈধ সম্পদ অর্জন করেছে সেগুলো রয়ে গেছে। তারা এখন ষড়যন্ত্র করছে কিভাবে আইন শৃঙ্খলা নষ্ট করা যায়, জনজীবন বিপন্ন করা যায়, এই বিজয়কে কিভাবে পরাজিত করা যায়, নষ্ট করা যায়। তাই আমাদের কাজ দেশের আইনশৃঙ্খলা উন্নতি করতে হবে। কোন ভাবে যাতে কেউ বা কোন দলের নেতারা আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে, মাস্তানি না করতে পারে, হুমকি ধমকি দিয়ে চাঁদা আদায় করতে না পারে।’

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে ফতুল্লা কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য লুটপাট-চাঁদাবাজির প্রতিবাদে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, কোন শিল্পপতি নিজের টাকায় প্রতিষ্ঠান বানাতে পারে নাই, ব্যাংক থেকে লোন নিয়ে করেছে। কাজেই ব্যাংকের মধ্যে আমাদের জনগণের টাকা। এই শিল্প প্রতিষ্ঠান যদি আমরা জ্বালিয়ে দেই তাহলে ক্ষতিটা রাষ্ট্রের হবে। তাই আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আমার দলের নেতাকর্মীসহ প্রতিটা মানুষের এই সরকারকে সহযোগীতা করতে হবে। স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে গেছে। বিচারক নিয়োগ হয়েছে আওয়ামী লীগ পরিবারের বা আওয়ামী লীগের সাথে যারা আছে তাদের। কোন মেধা বিবেচনা করে করা হয়নি। দলের বিচারকের কারণে আমরা আইনের বিচার পাইনি। স্বৈরাচার যে হুকুম দিয়েছে সেই হুকুমের বিচার করেছে। কাজেই আইন বিভাগ ধ্বংস করে দিয়ে গেছে। তাই আমাদের কাজ সেই আইনের ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এর জন্য সময় লাগবে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সামাজিক ভাবে ন্যায় বিচার করুন। আর যারা সরকার আছে তাদের কাছে দাবি, দ্রুততম সময়ের মধ্যে আইন বিভাগকে আপনারা সন্ত্রাসী, চাঁদাবাজি, স্বৈরাচার ফ্যাস্টিট সরকারের চাটুকার মুক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার করবে এমন মানুষ নিয়োগ করেন।

এ সময় কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো, মঈনুল হোসেন রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরিফ মন্ডলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আ. আব্দুল বারী ভূঁইয়া। এ সময় বিএনপি, শ্রমিকদল, কৃষকদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email