মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
গণমাধ্যমসদর

নুর হোসেন হাক্কানী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

# শুধু টাকা নয়, বুদ্ধি পরামর্শ দিয়েও সহযোগীতার করা যায়: কাজী মো: ইসলাম মিয়া

লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী মো. ইসলাম মিয়ার পিতা নুর হোসেনের নামে প্রতিষ্ঠিত ‘নুর হোসেন হাক্কানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। রবিবার নগরীর গলাচিপা রেললাইন এলাকায় ওই ইফতার অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অত্র মাদ্রাসার সভাপতি কাজী মো: ইসলাম মিয়া।

কাজী মো: ইসলাম মিয়া বলেন, হাটি হাটি পা পা করে আজ এক বছরে পা দিয়েছে নুর হোসেন হাক্কানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মানুষ যতই ধনী হোক না কেন, কোন দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কারো একার পক্ষে চালানো সম্ভব নয়। মাদ্রাসা মসজিদ সকলের দানে ও সহযোগীতার দ্বারা পরিচালিত হয়। এটা অনেক বড় নেকীর কাজ। আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসায় সকলের দানে চলে। এর ফলে সকলে অশেষ নেকীর মালিক হয়। নুর হোসেন হাক্কানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি নবীর ঘর। এখানে প্রায় ২৫জন গরীব এতিম ছাত্র পড়াশোনা করে। কেহ ১৫ পারা শেষ করেছে। কেহ ২০ পারা মুখস্ত করেছে। এই সকল ছাত্রদের পাশে দাড়ানো অনেক নেকী ও সাওয়াবের কাজ। এ সময় তিনি এলাকার সকলকে সহযোগীতা করার আহবান জানান। সহযোগীতা যে শুধু টাকা দিয়ে তা নয়, বুদ্ধি পরামর্শ দিয়েও সহযোগীতার করার জন্য এলাকার বিশিষ্টজনতে আহবান জানান তিনি।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়নগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ দিল মোহাম্মদ দিলু, গোলাম রসুল রফিক, কুতুব উদ্দিন আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসন, যুগ্ন সম্পাদক মোক্তার হোসেন, সাংবাদিক জসীম উদ্দিন, কাজী আমির হোসেন রবিন, কাজী ইব্রাহীম, কাজী মো: আসলাম, কাজী আনোয়ার হোসেন, মো: বাবুল মিয়া, বশির আহম্দে, মো: শহিদুল ইসলাম সেন্টু, মোজাম্মেল হোসেন লিটন, পলাশ আহম্মেদ, মোঃ রাকিবুল ইসলাম রকি, কাজী পাপ্পু, কাজী ইসমাঈল, আনেয়ার হোসেনসহ আরো অনেকে। মোনাজাত পরিচালনা করেন হযরত মাও: মুশফিকুর রহমান কাশেমী।

RSS
Follow by Email