মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
Led05ধর্ম

নুর হোসেন’র উপর হামলার প্রতিবাদে মাসুম বিল্লাহ ‘আন্দোলনের দাবানল জ্বলে উঠবে’

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন-এর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় চাষাড়া শহীদ মিনারে ওই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহা. আমানুল্লাহ, নগর শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এইচ এম শাহিন আদনান প্রমুখ।

উল্লেখ্য গতকাল রাতে বন্দর এলাকায় সন্ত্রাসীরা তার উপর নির্মম হামলা চালায়। বর্তমানে তিনি ঢাকার আল কারীম হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, অন্যায়ভাবে আমাদের কর্মীর উপর পাশবিক হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি । অন্যথায় কঠোর কর্মসূচি সহ আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

RSS
Follow by Email