মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
রাজনীতি

নীতিবান ব্যক্তিকে ক্ষমতায় না এনে বারবার আন্দোলনে ভাগ্য বদলাবে না: সুলতান মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর‘র সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে অনেক মানুষ জীবন দিয়েছে, আহত ও ত্যাগ করেছে তবুও মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। অনেক দল ও ব্যক্তির পরিবর্তন হলেও নীতি আদর্শের পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জে এক যৌথ সভায় এই কথা বলেন তিনি। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা,ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিস্টদের চক্রান্তের প্রতিবাদ সহ ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই সভার আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো: বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলমসহ নেতৃবৃন্দ।

এসময় সুলতান মাহমুদ বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষন বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, সন্ত্রাসীর মাধ্যমে সন্ত্রাস বন্ধ হতে পারে না। অন্তর্বর্তী সরকারের সংস্কারে কোন কোন দল বারবার বাধা দিচ্ছে, এর কারণ হচ্ছে চোরে চোরে হালি এক চোরে বিয়ে করে আরেক চোরের শালী।‌

তিনি বলেন, দীর্ঘ ৫৩ বছর পর্যন্ত এরা সিন্ডিকেট করে দেশটাকে লুটপাট করার জন্য ঐক্য হয়েছে। এক চোর চুরি করে, আর এক চোরকে সুযোগ করে দিয়েছে। তাদের বক্তব্য এমন এতো দিন আমরা করেছি, এখন তোরা কর। এই চোর ও ডাকাতদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। জনগণের রক্ত নিয়ে যারা বারবার হোলি খেলেছে তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। ৫ আগস্টের পরে যারা দখলদারিত্ব করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম ও অবিচার করেছে তাদেরকে ক্ষমতায় দেখতে চাইনা, জনগণও তাদেরকে ক্ষমতায় নিবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্ট এর পরে মিথ্যা মামলা পাহাড়, চাঁদাবাজি, দখলদারিত্ব এখনো দেখছি। তবে কেন আন্দোলন করেছিলাম। এই মানুষগুলো কেন জীবন দিয়েছিল, আহত হয়েছিল, শুধু চাঁদার হাত পরিবর্তনের জন্য। চাঁদা গ্রহীতার হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদা গ্রহন বন্ধ হয়নি, জুলুম-অত্যাচারের পরিবর্তন হয়নি। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেটমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নীতি ও আদর্শবান ব্যক্তিদেরকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া বারবার আন্দোলন সংগ্রাম করলে ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে।

RSS
Follow by Email