বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

নীট কনসার্ণ প্রিমিয়ার লীগ: কেসি এপারেলস ক্রিকেট ক্লাবের জয়

লাইভ নারায়ণগঞ্জ: নীট কনসার্ণ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩ এর চতুর্থ ম্যাচে রাইফেল ক্লাবের তানজিম সেঞ্চুরি করলেও তার দল হেরেগেছে।৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে কেসি এপারেলস ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে কেসি এপারেলস অধিনায়ক রিফাত ব্যাট করতে পাঠান নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবকে।

৫৫ রানে ৩ উইকেট পড়ে যাবার পর মাঠে নেমে দলের ২৫২ রানের মধ্যে তানজিম একাই করেছেন ১৫৯ রান। এ রান করতে তানজিম ৬ মেরেছেন ১১ টি বাউন্ডারি হাকিয়েছেন ১১টি। আল রাকিব ফিরেন ২২ রানে। উইকেট কিপার আমান ভাল সঙ্গ দিয়েছেন তানজিমকে। আমান আউট হন ৩৩ রানে। ৫০ ওভারে রাইফেল ক্লাব ২৫২ রান তোলে ৫ উইকেট হারিয়ে।

কেসি এপারেলস এর শহীদ মোস্তফা রনি ও রনি ফয়সাল পান ১টি করে উইকেট। জবাব দিতে গিয়ে অধিনায়ক রিফাতের দৃঢ় ব্যাটিংএ দল পায় জয়ের সুবাস। মারুফ ফিরেন ২২ রানে। ওপেনার গোলাম মোস্তফা রনি করেন ৫৯ রান। এ রান করতে ৪ মেরেছেন ৯টি এবং ছক্কা মেরেছেন ১টি। পারভেজ আউট হন ৪২ রানে ৫ চার ও ১ ছয়ে। রিফাত আউট হন ৬৫ রানে। ৪ মেরেছেন ৪টি ছক্কা ১টি। রনি ফয়সাল অপরাজিত থাকেন ৩৬ রানে ৪ ছয়ে। ৪৫.৫ ওভারেই কেসি এপারেলস ২৫৬ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

সংক্ষিপ্ত স্কোর-
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব-২৫২/৫(৫০ ওভার) সৈকত-১২, তানজিম-১৫৯, আল রাকিব-২২,আমান-৩৩। অতিরিক্ত-১৭। শহীদ গোলাম মোস্তফা ও রনি ফয়সাল ১টি করে উইকেট পান।

কেসি এপারেলস ক্রিকেট ক্লাব-২৫৬/৫(৪৫ ওভার ৫ বল) মারুফ-২২, গোলাম মোস্তফা রনি-৫৯, পারভেজ-৪২, রিফাত-৬৫, রনি ফয়সাল-৩৬। অতিরিক্ত-২২। নাদিম-২/৩১।

RSS
Follow by Email