নীট কনসার্ণ প্রিমিয়ার লীগ: নাসিম ওসমান এমসিএ’র জয়
লাইভ নারায়ণগঞ্জ: নীট কনসার্ণ প্রিমিয়ার ক্রিকেট লীগের ষষ্ঠ ম্যাচেই মুখোমুখি হয়েছে পোলষ্টার ক্লাব বনাম নাসিম ওসমান এমসিএ। টান টান উত্তেজনার এই ম্যাচে নাসিম ওসমান এমসিএ বিজয় ছিনিয়ে নেয়।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে পোলষ্টার ক্লাব অধিনায়ক আব্দুর রাজ্জাক প্রথমে ব্যাট করতে পাঠান নাসিম ওসমান এমসিএ কে।
মিডলঅর্ডারের দৃঢ়তায় নাসিম ওসমান এমসিএ ৫০ ওভারে ২২৪ রান করে। দলের অধিনায়ক শেখ হুমায়ুন ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। তিনি ৫টি চারে এ রান সংগ্রহ করেন। ওপেনার আরিফ ৯টি চারে ৪২ রানে ফিরেন। আদিব ২টি চার ও ২টি ছয়ে অপরাজিত থাকেন ৩৬ রানে। নাঈম ৩২ রান করেন ৪টি চার ও ১টি ছয়।
তাছাড়া, পোলষ্টারের বাপ্পি ৩টি উইকেট পান। জবাব দিতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পোলষ্টার ক্লাব। তবে ওপেনার ফাহিম ছিলেন অবিচল। ৪ চার ও ১ ছক্কায় তিনি দলের হয়ে সবোর্চ্চ ৬৫ রান করেন। রিয়াদ ফিরেন ৩১ রানে। সিয়াম ভুইয়া আউট হন ১৬ রানে। মূলত নাসিম ওসমান এমসিএ’র পেসার আলমগীরের বোলিং তোপে টিকতে পারেনি পোলষ্টারের খেলোয়াড়েরা। আলমগীর ১৫ রানে ৬ উইকেট পান। ২ উইকেট পান আদিব।
সংক্ষিপ্ত স্কোর: নাসিম ওসমান এমসিএ—২২৪/৬(৫০ ওভার) শেখ হুমায়ুন—৬৯, আরিফ—৪২, আদিব-৩৬, নাঈম—৩২,রাফি—১১। অতিরিক্ত—২২। বাপ্পি—৩/৪১।
পোলষ্টার ক্লাব—১৫০/১০(৪৩.৪ ওভার) ফাহিম—৬৫,রিয়াদ—৩১,সিয়াম ভুইয়া—১৬। অতিরিক্ত—১০। আলমগীর— ৬/১৫,আদিব—২/৩৫।
আগামীকাল মুখোমুখি হচ্ছে, শামসুজ্জোহা স্মৃতি একাদশ বনাম নাসিম ওসমান এমসিএ। সকাল ৯টায় এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে