সোমবার, আগস্ট ১৮, ২০২৫
Led04আদালত

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর পরিবেশ অধিদপ্তর, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৫ মে) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযানে সমন্বয় করেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন এবং ১৫ এর ৪(খ) বিধিমালা মোতাবেক পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় অবস্থিত তিনটি প্রতিষ্ঠানকে এই জরিমানার আওতায় আনা হয়। এ সময় সাহারীয়া স্টোর নামে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকে ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়, বায়জিদ স্টোর প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়, শাওন স্টোর নামে প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email