শনিবার, নভেম্বর ৮, ২০২৫
রাজনীতি

নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শহরে হাতপাখা প্রতীকের বিশাল মোটর বাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই শোডাউন থেকে দলের প্রার্থীরা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় ডিআইটি চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ‘মোটর বাইক ক্যাম্পেইন ফর হাতপাখা’ প্রোগ্রামটি শুরু হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। বিগত দিনে সরকার ও ক্ষমতার হাতবদল হয়েছে ঠিকই, কিন্তু মানুষ তাদের কাঙ্ক্ষিত মৌলিক অধিকার ও শান্তি পায়নি। দেশ হয়েছে দুর্নীতিগ্রস্ত। ক্ষমতাসীনরা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা চাই এমন একটি রাষ্ট্র কাঠামো, যেখানে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।”

ক্যাম্পেইন চলাকালে চাষাড়া মোড়ে এসে আরেকটি পথসভায় মুফতি মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জের অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেন।

তিনি বলেন, “ইতিপূর্বে নারায়ণগঞ্জে এক গডফাদার ছিল, পুরো নারায়ণগঞ্জকে সে সন্ত্রাসের রাজ কায়েম করে রেখেছিল। জুলাই আন্দোলনে সেই গডফাদার বিতাড়িত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পূর্বের ন্যায় আরো ডজনখানেক গডফাদার তৈরি হয়েছে।”

তিনি অঙ্গীকার করেন, “ওয়াদা দিচ্ছি, আমরা বিজয়ী হলে নারায়ণগঞ্জকে গডফাদার মুক্ত করব, চাঁদাবাজ ও সন্ত্রাসদের কবর রচনা করব ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে।”

সম্প্রতি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “যে বা যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, তারা চিহ্নিত। তাদের ব্যাপারে সংশ্লিষ্ট দল কী ব্যবস্থা নিয়েছে, তা জনগণ জানতে চায়। পাশাপাশি প্রশাসনকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।”

ক্যাম্পেইন ফর হাতপাখায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি নূর হোসেন, সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াত সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মো. ইসমাইল সহ নারায়ণগঞ্জ-৫ আসনের নেতাকর্মী ও তৌহিদী জনতা।

RSS
Follow by Email