সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
রাজনীতি

নির্বাচিত হলে উন্নয়নের বরাদ্দ টাকা হিসাব করে খরচ করা হবে: মইনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। রবিবার (২৬ অক্টোবর) বাদ আসর বন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গণসংযোগ করেন তিনি এবং জনগণের কাছে ন্যায় ও ইনসাফ কায়েমের বার্তা দেন।

মাওলানা মইনুদ্দিন আহমাদ বন্দরের একরামপুর বড় জামে মসজিদ থেকে গণসংযোগ শুরু করেন। এই গণসংযোগটি বন্দরের উইলসন রোড, স্বল্পের চক, কদম রসুল কলেজ মাঠপাড়া হয়ে কদম রসুল এলাকায় এসে শেষ হয়।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা ভালো থাকতে চাই, এদেশের মানুষ ভালো থাকতে চায়। আমাদের ভালো থাকতে হলে ন্যায় ও ইনসাফ কায়েম করতে হবে।”

তিনি আল্লাহর আইন কায়েম করতে হলে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, “আগামী সংসদ নির্বাচনে ইসলামের বিজয় হলে, কোরআনের বিজয় হলে যত রাস্তা ঘাট আছে, সংস্কার হবে। উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে, প্রত্যেকটি টাকা হিসাব করে খরচ করা হবে, ইনশাআল্লাহ।”

মাওলানা মইনুদ্দিন আহমাদের এই গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ, থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, ২৭ নং কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া সহ স্থানীয় শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email