নির্বাচিত সরকার অরাজকতা বন্ধ করতে পারবে: দিপু ভূঁইয়া
লাইভ নারায়ণগঞ্জ: অর্ন্তবর্তী কালীন সরকারকে আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, অতি দ্রুত নির্বাচন দিন, কারণ এর কোনো বিকল্প নেই। মানুষ গণতন্ত্রের জন্য এত বছর ধরে অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এ অরাজকতা বন্ধ করতে পারবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মেট্রোহল এলাকায় জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিএনপির নেতাকর্মীরা ভালো আছে, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জে আমরা আছি। কিন্তু দেশের সাধারণ মানুষ ভালো নেই, কারণ খাদ্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর হিসাব অনুযায়ী, গত পাঁচ মাসে খাদ্যদ্রব্যের দাম ৩১০ শতাংশ বেড়েছে। তাহলে চিন্তা করুন, গত ১৭ বছরে কত শতাংশ বেড়েছে!
তিনি বলেন, দেশের বাইরে গেলেও শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে সক্রিয়। এই সিন্ডিকেটের মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে। সরকারকে বলছি, অতি দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। শেখ হাসিনা দেশের বাইরে থেকে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে দিচ্ছে। বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব হলো, এই অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা হত্যা দিবস। এই দিনে দেশকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশের জনগণ তা প্রতিহত করেছে। আমরা আশা করি, সরকার এটিকে আন্তর্জাতিক বিচারের আওতায় আনবে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।