বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
Led02আদালত

নির্বাচন কমিশনের অধীনে এনআইডি সেবা রাখার দাবিতে না.গঞ্জে মানববন্ধন

# এনআইডি সেবা অন্য সংস্থার অধীনে গেলে তথ্য ফাঁস ও প্রশাসনিক জটিলতার ঝুঁকি বাড়বে

লাইভ নারায়ণগঞ্জ: নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা রাখার দাবিতে, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, নির্বাচন কমিশনের অধীনে থাকা এনআইডি সেবা অন্য সংস্থার কাছে হস্তান্তরের আলোচনা সংবিধানসম্মত নয় এবং এতে তথ্য নিরাপত্তা ও সুশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০০৭-০৮ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ও সশস্ত্র বাহিনীর সহায়তায় নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়। বর্তমানে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

বক্তারা আরও বলেন, সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত, যা অন্য সংস্থার কাছে হস্তান্তর করা যায় না। যদি এনআইডি সেবা অন্য সংস্থার অধীনে চলে যায়, তাহলে ডাটাবেজ ম্যানিপুলেশন, তথ্য ফাঁস ও প্রশাসনিক জটিলতার ঝুঁকি বাড়বে। পাশাপাশি, নতুন অবকাঠামো ও জনবল তৈরিতে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বক্তারা বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে এনআইডি নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর। তারা সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান, যাতে ভোটার তালিকা ও এনআইডি সেবা যথাযথভাবে পরিচালিত হয় এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, সদর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার, অফিস সহকারী সোহরাব হোসেন ও মনির হোসেনসহ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী।

RSS
Follow by Email