শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led06রাজনীতিসদর

নির্বাচন আসন্ন, সব হিসাব বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকবেন: খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, ‘নির্বাচন আসন্ন। জীবন আমাদের শেষ প্রান্তে। এখন আর চাওয়া পাওয়ার জন্য করি না। রাজনীতিতে কি দিয়েছি আর কি পেয়েছি, সেই হিসাবটা করার আগে চিন্তা করতে হবে; দেশের ও দলের জন্য আমরা আমরা কতটুকু করতে পেরেছি। সব হিসাব বাদ দিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যাকে মনোনয়ন দিবেন, কেউ সিদ্ধান্ত না মানলেও আমি সিদ্ধান্ত মানবো। নেত্রী যাকে মনোনয়ন দিবেন তার জন্যই আমাদের সকলকে ঝাঁপিয়ে পরতে হবে।’

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে মহানগর তাঁতী লীগ আয়োজিত এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর পুরাতন কোর্ট মসজিদ সংলগ্ন এড. খোকন সাহার ব্যক্তিগত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ নির্বাচন আসন্ন, কি পেলাম কি পেলাম না; অনেকে সেটার হিসাব নিকাশ করছি। আবার অনেকে এত বেশি মোটাতাজা হইসে; কলা গাছ থেকে বট গাছ, বটগাছ থেকে জোড়া বটগাছে রুপান্তরিত হয়েছে তারা। এটাই স্বাভাবিক।’

‘সারা পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা খুবি খারাপ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আজ প্যালেস্টাইন-ইজরায়েলের যুদ্ধ; এত কিছু দেখে ভাবি কবে জানি বিশ্বযুদ্ধ লেগে যায়। যুদ্ধের বিড়ম্বনা আমরা জানি। সেদিন নেত্রী বলেছিলেন, শুধু বাংলাদেশ নয় আমরা সারা পৃথিবী ব্যাপি শান্তি চাই।’

বঙ্গবন্ধু পুত্র শেষ রাসেলের স্মৃতিচরণ করে খোকন সাহা বলেন, রাসেল বেঁচে থাকলে আজকে তার ৬০তম জন্মদিন পালন করার কথা। মানবধীকারের চরম লঙ্ঘন হয়েছে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে। এই ছোট্ট শিশু রাসেল যেই স্কুলে পড়তো সেখানের প্রধান শিক্ষক ১৫ আগস্টের এক শোক সভায় বলেছেন, রাসেল বঙ্গবন্ধুর সন্তান; এটা আমি অনেকদিন পর জানতে পেরেছি। রাসেল কোন দিন পরিচয় দেয় নাই যে সে বঙ্গবন্দুর সন্তান। সাধারণ ভাবেই থাকতেন আমাদের সেই রাসেল।

মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড হান্নান আহমেদ দুলাল, মো. রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা।

অনুষ্ঠানে আরও উপস্থিত- মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড বিদ্যুৎ কুমার সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম পারভেজ, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনা।

RSS
Follow by Email