বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
রাজনীতি

নির্বাচনের আগে বিচার দৃশ্যমান দেখতে চায় দেশবাসী: জুলাই যোদ্ধা সংসদ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বলেন, নির্বাচনের আগে বিচার দৃশ্যমান দেখতে চায় দেশবাসী। কিন্তু দীর্ঘ এক বছর অতিক্রান্ত হলেও, সরকার এখন পর্যন্ত খুনি শেখ হাসিনাসহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য হত্যাকারীদের গ্রেফতার কিংবা বিচারের আওতায় আনতে পারেননি।

বুধবার ১৬ জুলাই সকাল ১১টায় জুলাই শহীদ দিবস উপলক্ষে হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণা করেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। এসময় এক বক্তব্যে এ কথা বলেন তারা।

তারা আরও বলেন, কয়েকবার সময় দেয়ার পরও জুলাই ঘোষণা ও জুলাই সনদ আজও আলোর মুখ দেখেনি। তারা বলেন, ফ্যাসিবাদী শাসনকালে সংঘটিত হত্যাকান্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক
সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কোন ভাবেই বিনষ্ট হতে দেয়া যাবেনা। হাজারো শহীদের রক্তভেজা পথে গণতান্ত্রিক উত্তরণের এরকম সময় বারে বাবে আসবেনা। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ন্যুনতম ঐক্য ধরে রাখতে হবে।

কর্মসূচিতে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর আহবায়ক আবু হাসান টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা নুর রহমান ভূঁইয়া মামুন, আমজাদ হোসেন শামীম, আব্দুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান রুমি, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ—এর আহবায়ক বদরুল হক প্রমূখ।

RSS
Follow by Email