সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
রাজনীতি

নির্বাচনের আগেই নন্দীপাড়ায় পাম্প স্থাপনের আশ্বাস দিলেন ময়না

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না বলেছেন, তিনি নির্বাচনের আগেই মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় একটি ডিপ পাম্প স্থাপন করে দেবেন। জনগণের কাছে ভোট এবং দলের জন্য সমর্থন চাওয়ার পাশাপাশি তিনি এই আশ্বাস দেন।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন’ উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

বক্তব্যের শুরুতে দিলারা মাসুদ ময়না এই ওয়ার্ডের মানুষের প্রতি তার গভীর সম্পর্ক ও ভালোবাসার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি একসময় এই ওয়ার্ডেরও কাউন্সিলর ছিলাম। এখানকার প্রতিটি মানুষের সঙ্গে আমার মনের টান ও গভীর সম্পর্ক রয়েছে।”

সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে ডিপ পাম্প স্থাপনের আবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি জানি না এই এলাকায় কেএমপি বা কাউন্সিলর কে হবেন, তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ নির্বাচনের আগেই আমি এখানে একটি পাম্প বসিয়ে দেবো।”

তিনি জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আগামী নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিন, আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ বিএনপি আগামীতে সরকার গঠন করবে এটাই আমাদের লক্ষ্য, যদি আপনারা চান ও পাশে থাকেন।” তিনি নারীদের ভোটের সংখ্যা বেশি হওয়ায় তাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

দিলারা মাসুদ ময়না বলেন, তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার মধ্য দিয়েই দেশের পরিবর্তন আসবে। এই কর্মসূচিতে নারীদের জন্য বিশেষ রেশন কার্ড ব্যবস্থার প্রতিশ্রুতি রয়েছে, যেখানে প্রতিটি পরিবারের অভিভাবক বা বয়োজ্যেষ্ঠ সদস্যকে এই কার্ড দেওয়া হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই কর্মসূচির প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাহার সুলতানা এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া আক্তার। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের অসংখ্য নেতাকর্মী নন্দীপাড়া মসজিদের সামনে থেকে শুরু করে এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

RSS
Follow by Email