শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
রাজনীতি

নির্বাচনী লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ: না.গঞ্জ-৫ আসনে প্রার্থী গণসংহতির তরিকুল সুজন

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি জোরদার করছে ছয় দলীয় রাজনৈতিক মোর্চা গণতন্ত্র মঞ্চ। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রথম দফায় ১৪০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় নারায়ণগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনে জোটের প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের নাম ঘোষণা করা হয়েছে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম এই প্রার্থী তালিকা প্রকাশ করেন।

হাসনাত কাইয়ূম বলেন, “আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। তার অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১৪০টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করছি। বাকি আসনগুলোর নাম পরে জানানো হবে।” তিনি নিশ্চিত করেন, ১৪০ জনের এই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে জোটের পক্ষ থেকে তরিকুল সুজনকেই চূড়ান্ত করা হয়েছে।

এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে ভোট যুদ্ধে নতুন প্রার্থী যুক্ত হলো।

প্রার্থী তালিকা ঘোষণার সময় সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

RSS
Follow by Email