নির্বাচনী ব্যানার ফেস্টুট সরাতে রূপগঞ্জে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ :
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী সাইনবোর্ড, ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশনার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোথাও সরানো হয়নি রাজনৈতিক নেতাকর্মীদের প্রচারপত্র।
১৪ ডিসেম্বর (রবিবার) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় সাঁটানো ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করেন তারা।
উচ্ছেদ অভিযান শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার পর সকল প্রকার ব্যানার সরানোর ৪৮ সময় বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশন। কিন্তু রূপগঞ্জে তা সরানো হয়নি।আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আশাকরি আগামী ২৪ ঘন্টার সব ব্যানার ফেস্টুন সরানো হবে।
