রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজনীতি

নির্বাচনী প্রতীক ‘মাথাল’ নিয়ে না.গঞ্জ গণসংহতি আন্দোলনের মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: নিজেদের নির্বাচনী প্রতীক ‘মাথাল’ নিয়ে শহরে মিছিল করেছে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় চাষাড়ায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।

পরে মিছিলটি কালিবাজার দিয়ে প্রদক্ষিণ করে ২নং রেলগেইট হয়ে গণসংহতি’র জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন, গণসংগতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য রফিকুল বাপ্পি, আলমগীর হোসেন আলম, নাজমা বেগম, আব্দুল আল মামুন, আওলাদ হোসেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক তাকবীর হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

RSS
Follow by Email