নির্বাচনী আসন বিভক্তির প্রতিবাদে বন্দরবাসীর মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলাকে দুটি আলাদা নির্বাচনী আসনে ভাগ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘আমরা বন্দরবাসী’ সংগঠন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার হাজী সাহেবের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাওলানা আমিনুল ইসলাম। তিনি বলেন, সরকারের এই হটকারী সিদ্ধান্তে লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হবে। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নকে সোনারগাঁ আসনের সঙ্গে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মাওলানা আমিনুল ইসলাম বলেন, “আপনারা মনে করেছেন বন্দরবাসীর কোনো মা-বাব নেই, তাই অযাচিত সিদ্ধান্ত নিবেন। আমরা তা মেনে নিব না, প্রয়োজনে হাইকোর্টে রিট করব।” তিনি আরও বলেন, এই আন্দোলন সবেমাত্র শুরু হয়েছে। সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলনের দাবানল পুরো উপজেলায় ছড়িয়ে যাবে।
সংগঠনের সদস্য মাহবুবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রেজাউর করিম রাজা, জাকির হোসাইন, বেলাল হোসাইন, মো. খোকনসহ উপজেলার শতাধিক নাগরিক।