শনিবার, নভেম্বর ১, ২০২৫
Led05জেলাজুড়ে

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু সম্পাদনে পুলিশের ৮ম ব্যাচের উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের অষ্টম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) শাহজাদা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)।

এই প্রশিক্ষণ কোর্সে পুলিশ পরিদর্শক পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণটির মূল লক্ষ্য হলো আগত নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান ও সক্ষমতাকে আরও শাণিত করা, যাতে তারা অত্যন্ত দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email