বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
Led04রাজনীতি

নির্বাচনকে পেছানোর জন্য পিআর পদ্ধতির কথা বলছে: ফেরদাউসুর রহমান

লাইভ নারায়ণগঞ্জ: জেলার জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘যারা এই নির্বাচনকে পেছিয়ে নেওয়ার জন্য পিআর পদ্ধতির কথা বলছেন, আপনাদের বাংলাদেশী জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। বাংলার ক্ষতি আপনাদের কাধে নিতে হবে। জনগণ যদি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আবার রাজপথে নামে তাহলে কেউ পালাবার সুযোগ পাবেন না। কার স্বার্থে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছেন? আমাদের কেউ দুশমন না, বিশেষ করে নারায়ণগঞ্জের বিএনপির নেতাদের সাথে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীদের ভালো সখ্যতা আছে। আগামী নির্বাচনে জোট যাকে মনোনয়ন দেবে আমরা কাধে কাধ মিলিয়ে তার পক্ষে কাজ করতে চাই।

বুধবার (৯ জুলাই) জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে জমিয়াতে ওলামায়ে ইসলামী। জেলা পরিষদ সংলগ্ন একটি রেস্তোরায় অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন ফেরদাউসুর রহমান।

বক্তব্যে তিনি আরও বলেন, বিগত কয়েকদিনের বৃষ্টিপাতের রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে তাতে বোঝা যায়, নারায়ণগঞ্জ একটি বসবাসের অযোগ্য জায়গা। একদিকে মশার জ্বালা, অন্যদিকে কারখানার ধোয়া, রাস্তাঘাটের বেহাল দশা ও অতিমাত্রায় যানজট সব সময় থাকে। সামান্য চাষাড়া মোড় পার হতে লাগে ৩৫ থেকে ৪০ মিনিট। জামতলা থেকে ডিসি অফিস যেতে যদি আমার এক ঘন্টা সময় লাগে তাহলে সেই কৈফিয়ৎ আমি কার কাছে চাইবো। মনে হয় বাংলাদেশে কোন অভিভাবক নেই। কোথাও গিয়ে বললে পরিত্রান পাবো এমন কোন জায়গা নেই। এর মধ্যে আবার অনেকে পিআর পিআর করছে।

RSS
Follow by Email