শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতিসদর

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে বাসদ। সেখান থেকে আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বতনমূলক সাইবার নিরাপত্তা আইন ও অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা-পরীক্ষা ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি করা হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সমানে সমাবেশ হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন তারা।

বাসদের নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানা শাখার সদস্যসচিব এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

RSS
Follow by Email