নিরাপত্তা নিশ্চিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের র্যাব-১১
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের গুজব বা অপপ্রচার থেকে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে র্যাব। নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
তিনি নিশ্চিত করেছেন যে, ইতোপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডার মাধ্যমে নাশকতার চেষ্টা হলেও এবার নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরিদর্শনকালে র্যাব অধিনায়ক পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকে দেওয়া প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “দুর্গাপূজায় সবার অংশগ্রহণ ও আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পূজামণ্ডপ, আশেপাশের এলাকা এবং যাতায়াত ব্যবস্থা নিরাপদ রাখতে র্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।” যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাব সদস্যরা সর্বদা প্রস্তুত আছে বলেও তিনি উল্লেখ করেন।
র্যাব-১১ এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা। তিনি বলেন, র্যাবের সক্রিয় ভূমিকা পূজার আনন্দ উদযাপনকে আরও নির্দোষ ও শান্তিপূর্ণ করে তুলবে।
দয়া করে এবার নিশ্চিত করুন, নিউজের এই ভূমিকাটি (ইন্ট্রো) আপনার প্রত্যাশা পূরণ করেছে কিনা।