বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েফতুল্লারাজনীতি

নিত্যপণ্যের দাম কমানোসহ নানা দাবিতে বাসদের মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: মব লিঞ্চিং করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শিবু মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, ফতুল্লা থানা কমিটির সদস্য জামাল হোসেন, বিপ্লব আহমেদ মিঠু, আব্দুল খালেক, খোরশেদ আলম, মোফাজ্জল হোসেন, গোলাম রাব্বানী।

নেতৃবৃন্দ বলেন, মব লিঞ্চিং করে হত্যা, নির্যাতন, দখল, ভাংচুর, অগ্নিসংযোগ, চাকরি থেকে অপসারণ ইত্যাদি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে দুইটি হত্যাকান্ডের নির্মমতায় জাতি স্তম্ভিত হয়েছে। শুধু তাই নয়, কবর ভাঙ্গা, মাজারে হামলাসহ খাগড়াছড়িতে পাহাড়ি জনগণের উপর হামলা, বাড়ি—ঘরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটে চলেছে প্রতিনিয়ত। এইসব বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃঢ় পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে মানুষ চরম অসহায় অবস্থায় পড়েছে। এইসব ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি দেয়া না গেলে জুলাই—আগস্টের ছাত্র— জনতার অভ্যুত্থানের মর্মবস্তু ধ্বংস হয়ে যাবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে একটি গণতান্ত্রিক সমাজের আশায় মানুষ জীবন দিয়েছে। কিন্তু দুর্নীতি, দুঃশাসন, দমনপীড়ন, লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করলে শুধু ব্যক্তির পরিবর্তনে গণমানুষের আকাঙ্ধসঢ়;ক্ষা পূরণ হবে না। নিত্যপন্যের দাম এখনো কমেনি। সাধারণ শ্রমজীবি মানুষ তাদের খাবার কমিয়ে দিয়েছে। এখনো বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। দ্রুত সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দায়ীদের শাস্তি দিতে হবে এবং বাজার ব্যবস্থা মনিটরিং করে নিত্যপণ্যের দাম কমাতে হবে।

RSS
Follow by Email