নিতাইগঞ্জ ভোক্তা অধিদপ্তরের অভিযান, জগৎবন্ধু ও জিলানী ট্রেডার্সকে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর নিতাইগঞ্জ বাজারে ওই অভিযার পরিচালনা করা হয়।
তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রদর্শিত মূল্য তালিকা অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় করার দায়ে। নিতাইগঞ্জ বাজারের জগৎবন্ধু ট্রেডার্সকে ৩০ হাজার টাকা ও জিলানী ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম, কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা ক্যাবের প্রতিনিধি।