রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
সদর

নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক শংকর সাহা ।

এ সময় সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির বলেন, আমরা চাই ঐক্য, আমরা সবাই ভাই ভাই। আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে, আমরা ঐক্যের ডাক দিয়েছি। আমরা ঐক্যবদ্ধ আছি বলে কেউ কিছু করতে পারছে না। আপনাদের ভালো কাজের জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত আছি। আপনাদের এই সমিতি নিয়ে বছরের ২-৩টি অনুষ্ঠান করবো চিত্তোবিনোদন ও করবো। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে । সবাইকে একত্রে কাজ করতে হবে।

কমিটির সাধারন সম্পাদক শংকর সাহা বলেন, আমাদের ঐক্য টাকে ধরে রাখতে হবে, ব্যবসা করবো কিন্তু নিয়ম বহির্ভূত হয়ে করবো না। আমরা চাঁদা দেই নাই, আমরা চাঁদা দেব না। কোন ব্যবসায়ী বিপদে পড়লে তখন সমিতির সবাই কে ঝাঁপিয়ে পড়তে হবে। ব্যবসা হলো পবিত্র জায়গা। সমিতি থেকে আপনাদের পাশে থাকবো।

সভার শুরুতে নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লি. এর পুনরায় নির্বাচিত ২১ সদস্য কমিটির সদস্যরা লিখিত বক্তব্য পাঠ করেন। কমিটির সদস্যরা হলেন, । ১. বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সভাপতি ২. মোঃ কামাল দেওয়ান সহ-সভাপতি ৩. নারায়ন চন্দ্র সাহা সহ-সভাপতি ৪. মো. অহিদুল ইসলাম সহ-সভাপতি ৫.মোঃ মিজানুর রহমান সহ-সভাপতি ৬. শংকর চন্দ্র সাহা সাধারন সম্পাদক৭. মোঃ তমিজ উদ্দিন যুগ্ম-সাধারন সম্পাদক ৮.আহাম্মদ হোসেন সহ-সাধারন সম্পাদক ৯. বিশ্বজিৎ দাস কোষাধ্যক্ষ ১০. শাকিল আহাম্মদ সহ-কোষাধ্যক্ষ ১১. মোঃ গিয়াস উদ্দিন সাংগঠনিক সম্পাদক ১২. সুব্রত সাহা দপ্তর সম্পাদক ১৩. মোঃ জুয়েল প্রচার সম্পাদক ১৪. মো. মনির হোসেন কার্যকরী সদস্য ১৫. রতন কুমার সাহা কার্যকরী সদস্য ১৬. মোঃ লিটন কার্যকরী সদস্য ১৭.মোঃ নিজাম উদ্দিন কার্যকরী সদস্য ১৮.মোঃ হারুন-অর-রশিদ কার্যকরী সদস্য ১৯. মোঃ আল-আমিন কার্যকরী সদস্য ২০.মোঃ জসীম উদ্দিনকার্যকরী সদস্য ২১.বিমল কৃষ্ণ সাহা কার্যকরী সদস্য

এ বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন, সমিতির সাধারন সম্পাদক শংকর সাহা,শেখ ওয়াজেদ আলী বাবুল,এড.সুলতান উদ্দিন নান্নু,তমিজ উদ্দিন,আব্দুল মতিন মন্টু,সুব্রত সাহা সহ নিতাইগঞ্জ পাইকারী পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লিঃ এর সকলব্যবসায়ীবৃন্দ।

RSS
Follow by Email