নিতাইগঞ্জে অটো রিকশা চালককে হত্যা, হাসপাতালে বিক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: নগরীর নিতাইগঞ্জে এক অটো রিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের দাবি শনিবার দিবাগত রাত ১২টায় শহরের নিতাইগঞ্জ বাপ্পি চত্ত্বর এলাকায় তাকে হত্যা করা হয়েছে।
নিহত যুবকের নাম সোহেল (৩৫)। সে নগরীর জিমখানা এলাকার সাহেব আলীর ছেলে।
এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আনিচুর রহমান।
পুলিশ জানায়, নিহতের স্বজনরা লাশ নিয়ে হাসপাতাল থেকে বাইরে বেড়িয়ে এসে বিক্ষোভ শুরু করে। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
চিকিৎসক জানায়, নিহতের নাক দিয়ে রক্ত পরছিলো আর গলায় আঘাদের চিহ্ন আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ বলা যাবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আনিচুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। সিএম (মেডিকেল রির্পোট) পেলে বলা যাবে মৃত্যুর আসল কারণ । এখনো পরিবার থেকে কোন অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।