নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচন: সেলিম সারোয়ার প্যানেলের জয়
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ) পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সেলিম সারোয়ার প্যানেল। ২১টি ডিরেক্টর পদের মধ্যে ২০টিতেই বিজয়ী হয়েছে এই প্যানেল। অন্যদিকে, প্রতিপক্ষ আবু তাহের শামীম প্যানেল থেকে শুধুমাত্র দলনেতা আবু তাহের শামীম নিজেই জয়ী হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) ফতুল্লার পঞ্চবটী বিসিকের এসোসিয়েশন অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৮৩ জন ভোটারের মধ্যে ৪৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়। রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. স্বপন চৌধুরী ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন বোর্ডের সদস্য মো. সোহেল আক্তার সোহান ও মো. আবু বকর সিদ্দিক (সাজু) উপস্থিত ছিলেন।
নিট ঐক্য ফোরাম থেকে বিজয়ী প্রার্থীরা হলেন: মো. সেলিম সারোয়ার, রায়হান আলী, জাকির হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, দেলোয়ার হোসেন, ইদ্রিস মিয়া, মোজাহার আলী, শফিকুর রহমান, শ্যামল দেবনাথ, বশির আহমেদ, আবু বকর সিদ্দিক আবুল, জাকির হোসেইন, আবু সাঈদ, বাহাউদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম, এনামুল হাফিজ কাজল, বুলবুল আহমেদ, আব্দুল হাকিম, শামীম হুসেইন সরকার এবং মিশেল শেখ।
অন্যদিকে, ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী হলেন আবু তাহের শামীম।