শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
Led05রাজনীতি

নিজ অর্থায়নে সানারপাড় ফুটওভার ব্রিজের সিঁড়ি মেরামত করলেন আকবর

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিন ধরে বেহাল থাকা সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের ভাঙাচোরা সিঁড়ি অবশেষে মেরামত করা হলো। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন নিজ অর্থায়নে এই গুরুত্বপূর্ণ সিঁড়িগুলো মেরামত করে দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ফুটওভার ব্রিজের জরাজীর্ণ সিঁড়িগুলো মেরামতের কাজ সম্পন্ন হয়। এই উদ্যোগে স্থানীয় পথচারী ও এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।

এ সময় আকবর হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে সানারপাড় বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের অনেকগুলো সিঁড়ি ভাঙাচোরা ছিল। এতে করে এলাকাবাসীর চলাচলে অনেক সমস্যা হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। মানুষের এই অসুবিধা দূর করতে আমি আমার নিজ অর্থে এসব ভাঙাচোরা সিঁড়ি মেরামত করে দিলাম, যাতে করে এলাকাবাসীর চলাচলে আর কোনো সমস্যা না হয়।”

সিঁড়ি মেরামতের সময় আকবর হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জে ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, যুগ্ম-সম্পাদক আল-আমিন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক সুজন মিয়া, ছাত্র-বিষয়ক সম্পাদক ফেরদৌস হোসেন, সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর হোসেন, সাইফুল, ইমন, রবিন, আকাশ সহ আরো অনেকে।

RSS
Follow by Email