শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led04বন্দররাজনীতি

নিজের প্রার্থিতা ঘোষণায় খোরশেদ ‘ধানের শীষের জন্য জীবন বাজি রাখবো’

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিনের বিরতির পর এক আনন্দঘন পরিবেশে একত্রিত হলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের (খোরশেদ-মন্তু কমিটি) সাবেক শত শত নেতাকর্মী। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সাবদী এলাকার হাজরাদীতে অনুষ্ঠিত এই মিলনমেলা কার্যত যুবদলের পুরানো নেতৃত্বের শক্তি প্রদর্শনে পরিণত হয়। এসময় সাবেক মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নিজের প্রার্থিতা ঘোষণা করেন এবং ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকার বার্তা দেন।

মিলনমেলায় প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতিভোজ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার সাবেক যুবদল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এসময় যুবদলের সাবেক নেতাদের পক্ষ থেকে অসুস্থ নেতা সানোয়ার হোসেনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ যুবদলের সোনালী দিনের স্মৃতিচারণ করে বলেন, “আমাদের সময় যারা যুবদল করতো, তখন হয়তো লোক কম ছিলো, কিন্তু তারা সাহসি ছিলো। নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের সাথে রাজপথে তারা লড়াই করেছে… সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল শক্তিশালী ইউনিটের মধ্যে তৃতীয় হয়েছিলো। তখন আমরা রাজপথে ফাইট করেছি।”

তিনি ঘোষণা করেন, “আজকে যারা আমরা সাবেক যুবদলের নেতারা একত্রিত হয়েছি, আগামীতে আমরা সাবেক যুবদলের ব্যানারেই রাজপথে কর্মসূচি পালন করবো।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে খোরশেদ তার প্রার্থীতার ঘোষণা দেন। তবে একই সাথে দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, “বিএনপি একটি বড় দল। প্রতিটি আসনে অনেক উপযুক্ত প্রার্থী আছে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা কাঁদা ছোড়াছুড়ি করে দলের ক্ষতি করবো না।”

তিনি অঙ্গীকার করেন, “দল যার হাতে ধানের শীষ তুলে দিবে, আমরা তার জন্যই জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ।”

বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের দৃষ্টি আকর্ষণ করে খোরশেদ বলেন, তার দায়িত্বকালে সজলকে সহযোগিতা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় তিনি বর্তমান কমিটির কাছে আবেদন করেন, যারা তাদের সঙ্গে যুবদলে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছে এবং এখনও যুবদল করার যোগ্যতা ও বয়স আছে, সেই পুরনো কর্মীদের যেন মূল্যায়ন করা হয়।

বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মিলনমেলায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, বিশেষ বক্তা ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, জুয়েল প্রধান, রানা মুজিব, সাগর প্রধান, জুয়েল রানা, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু সহ অন্যান্যরা।

মিলনমেলা শেষে মরহুম নেতাকর্মীদের মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পাঠ করেন প্রধান অতিথি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

RSS
Follow by Email