বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02রাজনীতি

নিজের ঘরের সামনে কুকুরও ঘেউ ঘেউ করে: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তারা মানুষের বাক স্বাধীনতাকে হরন করেছে। দেশে স্বৈরাতন্ত্র কায়েম করার চেষ্টা করেছে। এমন কোন অপকর্ম নেই যা শেখ হাসিনা করেনি। যারা অতীতে সরকারের দালালী করেছিল তাদের বলতে চাই। আপনার জবাব দেয়ার জন্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলই যথেষ্ট। সুতরাং মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরের সামনে কুকুরও ঘেউ ঘেউ করে।’

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র‌্যালীর পূর্ব সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি মুক্ত করে না আনত তাহলে আমরা নতুন বাংলাদেশ পেতাম কীনা জানিনা। খুনী হাসিনা গত ১৬ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে। আপনারা শপথ নিন, আগামী প্রজন্মকে আপনারা জনাবেন কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।

টিপু বলেন, আপনারা বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরবেন। শহীদ জিয়ার রাজনীতিতে আবির্ভাব কীভাবে হয়েছিল তা জনগণের মাঝে তুলে ধরবেন। ঘরে ঘরে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ও শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম পৌঁছে দেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

RSS
Follow by Email