মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
Led01রাজনীতি

নিজেদের কৃতকর্মের কারণে সংগঠনকে শক্তিশালী করতে পারি না: বাহাউদ্দিন নাছিম

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ সারা দেশের আওামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

সোমবার (৩১ জুলাই) বিকেলে নগরীর খানপুর হসপিটাল রোডে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই আহ্বান জানান।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের এখন সব সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের নিজেদের কৃতকর্মের কারণে সংগঠনকে শক্তিশালী করতে পারি না। এক হতে হবে আমাদের। আমাদের সক্ষমতা আমাদের মর্যাদা আমাদের সম্মান আজ বিশ্ব দরবারে তুলে ধরেছেন শেখ হাসিনা। আমরা যদি ঠিক থাকি ঐক্যবদ্ধ থাকি আমাদের হারানোর শক্তি কারো নেই, বিএনপি জামায়াত তো দূরের কথা।’

তিনি বলেন, ‘একদিনে আমরা শান্তি সমাবেশ করেছি তাই বাংলাদেশে তারা কোথাও নাশকতা করতে পারেনি। একদিনের অবরোধ দিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ককটেল নিক্ষেপ করেছে। বাসে আগুন দিয়েছে ট্রাকে আগুন দিয়েছে। এর নাম কি রাজনীতি এর নাম কি আন্দোলন? এর নাম সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাস।’

বাংলাদেশ আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা আরও বলেন, এ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখন সবচেয়ে জনপ্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনা। যুদ্ধাপরাধীরা এখনও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। এরা কারা এরা বিএনপি। তারা স্বৈরাচারী শক্তি, তারা দেশবিরোধী শক্তি। তারা খুনি। দেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনো বন্ধ হয়নি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পুরষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email