রবিবার, জুলাই ৬, ২০২৫
Led05রাজনীতি

নিজেদের সৎ তৈরী করতে পারলে দুর্নীতি-দুঃশাসন থেকে মুক্তি পাবো: মাও. আব্দুল জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, দেশ গড়তে সকল শ্রেনী পেশার মানূষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। পেশাভিত্তিক সততা ও দক্ষতার দিক থেকে যদি নিজেদেরকে সর্বাবস্থায় সৎ মানুষ তৈরী করতে পারি তাহলে দূর্নীতি ও দু:শাসন থেকে মানুষ মুক্তি পাবে। এক্ষেত্রে সকল শ্রেনী পেশার মানুষ দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই।

শনিবার (৫ জুলাই) নগরীর চাষাড়ার আন-নূর মিলনায়তনে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগরী পেশাজীবী সংগঠনের উদ্যাগে আয়োজিত এ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা সাইফুদ্দিন মনির, ন্যাশনাল ডক্টর ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. আলী আশরাফ খান, ইঞ্জিনিয়ার ফোরামের আব্দুল হাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।

RSS
Follow by Email