নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল বন্দর থানা পুলিশ
লাইভ নারায়ণগঞ্জ: নিখোঁজ হওয়ার দুই দিন পর আউয়াল (১০) নামে এক শিশুকে খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
আউয়াল ব্রাহ্মণবাড়িয়ার দারমা গ্রামের সাহাত মিয়ার ছেলে। গত বুধবার সকালে সে তার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। দুই দিন ধরে ছেলেকে খুঁজে না পেয়ে তার পরিবার চরম হতাশ হয়ে পড়েছিল।
শুক্রবার সকালে শিশুটিকে বন্দরের নবীগঞ্জ এলাকায় কাঁদতে দেখেন স্থানীয়রা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুটিকে উদ্ধার করে।
পরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিশুটির পরিচয় শনাক্ত করে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া গ্রাম পুলিশ এবং থানা কর্তৃপক্ষেরও সহায়তা নেওয়া হয়।
আউয়ালের মা নুর জাহান জানান, দুই দিন ধরে ছেলেকে খুঁজে না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। তিনি বন্দর থানা পুলিশের প্রতি বিশেষ করে এসআই মনির হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যার ঐকান্তিক প্রচেষ্টায় তারা তাদের হারানো সন্তানকে ফিরে পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে তারা সবসময় দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত।